আত্মশুদ্ধি ও উপলব্ধি

কারবালার ডাক (কারবালার স্মরণে কবিতা)

Posted on

কারবালার ডাক
– মো: সিয়াম হোসেন খান

দেখো-
ফোরাতের তীরে কাঁদে শিশু আলি আজগরে
ভারি হয়ে আসে বায়ু অসহায় ক্রন্দনে
সত্য পড়েছে চাপা কারবালা প্রান্তরে,
চালিয়েছে ছুড়ি গলে পাপিষ্ঠ সীমারে।

যিয়াদের সোল্লাসে, ইয়াজিদের উল্লাসে
নামাজের প্রতারণা আর ধর্মের লেবাসে
আড়ালে সত্য দেখো মিথ্যার মুখোশে
মাহদী গোপন আজও, খুনিরা প্রকাশ্যে।

তাজিয়ার মিসিলে শুধু ব্যাস ক্রন্দনে
শোকে বুক চাপড়িয়ে রক্তাক্ত বসনে
ম্রিয়মাণ পড়ে থেকে হয়ে নির্বিকার
হবে না পাপিদের বিচার।
বাজে রণভেরী, কোথায় জোয়ান?
চলো যুদ্ধের ময়দান।

ধর তলোয়ার, হও আগুয়ান
লঙ্ঘিত কর মোয়াবিয়ার মিথ্যা শান্তি আহ্বান।
ডাক এসেছে নয়া জমানার
ইয়াজিদের বুকে ছুরি চালাবার
করতে হবে যিয়াদ, সিমারের বিচার
সময় হয়েছে হুসাইনি নিশান ওড়াবার।

ডাকে আশুরার শোকাহত বিকেল,জাগো
ডাকে শোকে বিদগ্ধ আকাশের লাল,জাগো
ডাকে ফোরাতের জল করে কলকল,জাগো
ডাকে কারবালার ধূলি প্রান্তর,জাগো
জয়নুল আবেদীনের অশ্রু ঝরে
আলি আজগর আজও পিপাসায় মরে
হুসাইনি কাফেলা হাঁকছে দেখো
ধ্বংসিতে হবে সব মানুষ খেকো
জাগো,জাগো,জাগো জোয়ান
ওড়াতে সত্য ইসলামের নিশান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Exit mobile version